প্রযুক্তি

চ্যাটবক্সে নগ্ন ছবি ডেলিভার করবে না ইনস্টাগ্রাম

চ্যাটবক্সে নগ্ন ছবি ডেলিভার করবে না ইনস্টাগ্রাম

কিশোরী বা তরুণীদের হয়রানি কার রাস্তা বন্ধ করে দিচ্ছে ইনস্টাগ্রাম। সারা বিশ্বের নারীরাই ‘সাইবারফ্ল্যাশিং’ নামের এই অপরাধের শিকার হয়। ‘ডাইরেক্ট মেসেজ’ বা ‘ডিএম’-এ ব্যবহারকারীকে নগ্ন ছবি পাঠানো রুখতে নতুন একটি ফিচার তৈরি করছে ফটো শেয়ারিং অ্যাপটি। ‘নুডিটি প্রটেকশন’ নামের নতুন ফিচার তৈরির কাজ এখনো শেষ হয়নি।

মেটা জানিয়েছে, ছবি ডেলিভার যাতে না হয় তা নিশ্চিতে মেশিন লার্নিং প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। এরই মধ্যে ডেভেলপার আলেসান্দ্রো পািজ ফিচারটির একটি স্ক্রিনশট টুইটারে প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, চ্যাটে নুডিটি প্রটেকশন নিয়ে কাজ করছে ইনস্টাগ্রাম।

এর আগে গত বছরও ‘হিডেন ওয়ার্ডস’ নামের একটি ফিচার এনেছিল ইনস্টাগ্রাম। মেসেজে আপত্তিকর কিছু থাকলে স্বয়ংক্রিয়ভাবে তা ফিল্টার করার কাজ করে ফিচারটি।

এ ছাড়া স্টোরিজে অবিচ্ছিন্নভাবে ৬০ সেকেন্ডের ভিডিও পোস্ট করার সুবিধা চালু করছে ইনস্টাগ্রাম। আগে প্রতিটি ভিডিও ১৫ সেকেন্ড পর পর কেটে যেত।

আরও পড়ুন ::

Back to top button