ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় টার্মে সৌরভ গাঙ্গুলি যে আর থাকছেন না, তা নিশ্চিত। বোর্ডে সৌরভের উত্তরসূরি হচ্ছেন রজার বিনি। বোর্ড থেকে প্রস্থানের পরেও সৌরভ অবশ্য বেশ হাসিখুশি, খোলামেলা ভঙ্গিতে রয়েছেন। কারণ, সৌরভ গাঙ্গুলি মানেই সেন্স অব হিউমার, বুদ্ধিদীপ্ত উত্তর আর অনেক কিছু মুখে না বলেও তা বুঝিয়ে দেওয়া।
বৃহস্পতিবার বন্ধন ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা হওয়ার দিন উদ্যোক্তাদের তরফে একটি আলোচনা পর্ব আয়োজন করা হয়েছিল। সেখানেই সৌরভের ক্রিকেট কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের ভিডিও ফুটেজ তুলে ধরে আলোচনা করছিলেন সঞ্চালক। সৌরভের প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে লর্ডসের ব্যালকনিতে জার্সি উড়ানো-সহ কিছু ঐতিহাসিক মুহূর্ত ফুটে উঠছিল বিগ স্ক্রিনে।
এর পাশাপাশি সৌরভের ধারাভাষ্য নিয়েও আলোচনা হয়।
এমন ভিডিও চালানো হয়েছিল যেখানে সৌরভকে কমেন্ট্রি করতে দেখা যাচ্ছিল সতীর্থ রাহুল দ্রাবিড় এবং হর্ষ ভোগলের সঙ্গে। সৌরভ-দ্রাবিড়-ভোগলে কমেন্ট্রি করছিলেন ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের সময়। সেই ক্লিপে স্টুয়ার্ট বিনিকে দেখা যায় জো রুটকে বোলিং করতে। এই ক্লিপিং দেখানোর সঙ্গে সঙ্গেই অনুষ্ঠানে উপস্থিত অনেকেই নিজেদের মধ্যে জল্পনা শুরু করেন, সৌরভকে সরিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে বসতে চলা রজার বিনির ছেলের খেলার ক্লিপিং দেখানোর পর দাদার রিয়্যাক্ট কী হতে পারে?
সেই ক্লিপিং শেষ হতেই সবাইকে কিছুটা অবাক করে সৌরভ বলেন, ‘‘এটা বিনি। তবে রজার বিনি নয়। তার ছেলে স্টুয়ার্ট বিনি।’’ একথা শুনেই গোটা হলে হাসির রোল ওঠে। আসলে এদিনের অনুষ্ঠানে সৌরভ রজার বিনিকে নিয়ে যে কোনও মন্তব্যই করেননি তা বলাই বাহুল্য।
অনেকেরই মনে করেছিলেন সৌরভ হয়তো কিছু বলবেন। কিন্তু শুধুমাত্র কয়েকটি শব্দ দিয়ে মজা করে এই মন্তব্য থেকে সরে আসেন সৌরভ।