একাধিক শূন্যপদে নিয়োগ করবে ইউরেনিয়াম কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
একাধিক শূন্যপদে নিয়োগ করবে ইউরেনিয়াম কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (UCIL)। গ্রুপ-এ এবং গ্রুপ-বি অফিসার পদে হবে এই নিয়োগ। ম্যানেজার লেবেলের বিভিন্ন ক্যাটিগরিতে প্রায় ১২২টি শূন্যপদে নিয়োগ হবে।
এ নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইউসিআইএলের তরফে। সেই বিজ্ঞপ্তিতেই বিস্তারিত জানানো হয়েছে কোন পদের জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন।
বেতন এবং শূন্যপদের সংখ্যাও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। ইউরেনিয়াম কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের (UCIL) নিয়োগের জন্য আবেদন পত্র গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে।
আগামী ১৮ অগস্ট পর্যন্ত বিকাল ৫টা অবধি চলবে আবেদন প্রক্রিয়া।
ইউসিআইএলের (UCIL) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এ নিয়ে আবেদন করা যাবে। এই নিয়োগে প্রায় ৩০টি ভিন্ন পদে নিয়োগ করা হবে। প্রত্যেক ক্ষেত্রেই অভিজ্ঞ ব্যক্তিদের নেওয়া হবে। এই লিঙ্কে ক্লিক করে দেখে নিন শূন্যপদ সম্পর্কিত বিস্তারিত তথ্য।