ধর্ম

লক্ষ্মীপুজোতে যে কাজগুলি ভুলেও করা উচিত না

লক্ষ্মীপুজোতে যে কাজগুলি ভুলেও করা উচিত না - West Bengal News 24

আজ কার্তিক মাসে রাশ পূর্নিমা। বিভিন্ন বাড়িতে আজকের দিনেই হয় লক্ষ্মী পুজো। লক্ষ্মীর আরাধনায় সকলেই আর্থিক সমৃদ্ধি কামনা করেন। কিন্তু কিছু জিনিস আছে, যে কাজগুলি করলে লক্ষ্মী দেবী কোনও ভাবেই সন্তুষ্ট হবেন না। তাই এই কাজগুলো ভুলেও করবেন না।

আসুন দেখে নেওয়া যাক-

১) প্রথম নিয়মটি সকলেই জানেন, লক্ষ্মীপুজোর সময়ে কোনও ভাবেই বাড়িতে বেশি হই-হুল্লোড় করবেন না। মনে রাখবেন মা লক্ষ্মী শান্তিপ্রিয়। এমনকি পুজোর উপকরণ কাঁসর, ঘন্টায় না বাজানোই শ্রেয়।

২) লক্ষ্মীপুজোয় ভুলেও যেন লোহার বাসন ব্যবহার করবেন না। কারণ, লোহার বাসন অলক্ষ্মী পুজোয় ব্যবহার করা হয়। তাই লক্ষ্মী পুজোয় কাঁসার অথবা স্টিলের বাসন ব্যবহার করুন।

আরও পড়ুন: কোজাগরী লক্ষ্মী পূজা সঠিকভাবে পালন করলে বহু ফল পাওয়া যায় মানব জীবনে

৩) লক্ষ্মীপুজোর সময় পরণে লাল অথবা হলুদ পোশাক রাখুন। তাতে আপনার পুজো পূর্ণতা পাবে। সংসার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে।

৪) অনেকে কাপড় বা কাগজের ওপর প্রতিমা রেখে তা পুজো করেন। তাতে কোনও আপত্তি নেই। কিন্তু দেখবেন কাপড় বা কাগজের রং যেন সাদা কালো না থাকে।

৫) অনেকেই আছেন যারা পুজোর সময় ধূপ ও প্রদীপ দেন। এতে কোনও বিধিনিষেধ না থাকলেও ছোট্ট একটি নিয়ম আছে। প্রদীপ বা ধূপ রাখুন প্রতিমার ডান দিকে, তাতে আপনার সংসারেরই মঙ্গল হবে।

সুত্র: কলকাতা ২৪*৭

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য