রূপচর্চা

ডার্ক সার্কেলস দূর করতে কার্যকর একটি প্যাক

ডার্ক সার্কেলস দূর করতে কার্যকর একটি প্যাক - West Bengal News 24

রোদে অতিরিক্ত যাওয়া বা ঘুমের অনিয়মের ফলে চোখের নিচে কালো দাগ পড়ে যায়, যা আমাদের কাছে ডার্ক সার্কেল নামে বেশি পরিচিত। এতে আপনাকে দেখতে বেশ বয়সী ও রোগা মনে হয়। তখন আপনাকে কনসিলার বা মেকআপ দিয়ে ঢাকতে হয় এই দাগ।

এনডিটিভির রূপচর্চাবিষয়ক বিভাগে চোখের নিচের এই কালো দাগ দূর করতে একটি ঘরোয়া প্যাক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। চলুন, দেখে এক নজর দেখে আসি।

যা যা লাগবে
কোরানো নারকেল প্রয়োজনমতো, কয়েক ফোঁটা লেবুর রস, দুই টেবিল চামচ কোরানো শসা, এক টেবিল চামচ ফ্রেশ ক্রিম, তিন টেবিল চামচ মুলতানি মাটি।

আরও পড়ুন : ছোট্ট উপায়ে যাবে জেদি ব্রণের দাগ

যেভাবে তৈরি করবেন
সব উপাদান একসঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে দিন। চোখের ওপর পাতলা তুলার স্তর দিয়ে তার ওপর প্যাকটি লাগান। চোখের ভেতরে যেন না যায় খেয়াল রাখবেন। প্যাকটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিন। ২০ মিনিটের মতো রেখে প্রথমে দুধ ও পরে জল দিয়ে ধুয়ে ফেলুন।

মনে রাখবেন, এক রাতেই এই প্যাক আপনার চোখের নিচের কালো দাগ পুরোপুরি দূর করবে এমন কিন্তু নয়। এর জন্য প্রয়োজন এই পদ্ধতিতে ত্বকের নিয়মিত পরিচর্যা ও পরিমিত বিশ্রাম।

আরও পড়ুন ::

Back to top button