মালবাজারে সফরে মুখ্যমন্ত্রী, দেখা করবেন হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার পর ভোর হতেই সোমবার মাল বাজারের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকালে কলকাতা থেকে মালবাজার যাওয়ার কথা তাঁর। রাত্রিবাস করবেন মাল শহর সংলগ্ন তেশিমলা গ্ৰাম পঞ্চায়েত এলাকার বেসরকারি রিসোর্টে।
পরদিন ১৮ তারিখ মাল আদর্শ বিদ্যাভবন হাই স্কুলে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। বৈঠকে হাজির থাকবেন রাজ্য সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকরা। বৈঠক শেষে মালবাজারের মাল নদীতে হড়পা বানে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর এই সফরের আগে মাল আদর্শ বিদ্যাভবন হাই স্কুলের পেছনের মাঠে তৈরি করা হয়েছে হেলি প্যাড। যেখানে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার ব্যবস্থা করা হয়েছে। তার আগে রবিবার একটি চপার নামিয়ে হেলিপ্যাডের পরীক্ষাও করা হয়। এর পাশাপাশি যে স্কুলে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছে, এদিন সেই স্কুল এবং হেলিপ্যাডের জায়গা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব থাকা আধিকারিকরা। সঙ্গে ছিলেন মালবাজারের এসডিও এবং ডিআইবির উচ্চপদস্থ আধিকারিকেরাও। বৈঠকের দিন বিভিন্ন জায়গায় মোতায়েনের জন্য ইতিমধ্যেই দুই হাজারের বেশি পুলিশকর্মী আনা হয়েছে মালবাজারে। নিরাপত্তা ব্যবস্থা আটোসাটৌ করতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, দশমীর রাতে মাল নদীতে আচমকাই হড়পা বানে আসে। ওইদিন জলের তলে ভেসে মৃত্যু হয় ৮ জনের। নিখোঁজ হন আরও অনেকেই। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করবেন বলে সূত্রের খবর। মৃতদের পরিবারের তরফে চাকরির আবেদনের পাশাপাশি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা করা কথাও জানানো হবে বলে জানা গিয়েছে।