Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটবলিউড

জল্পনার শেষ, বায়োপিকে সৌরভের ভূমিকায় কে? জানুন বিস্তারিত

জল্পনার শেষ, বায়োপিকে সৌরভের ভূমিকায় কে? জানুন বিস্তারিত

পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে জীবন্ত করে তোলার দায়িত্ব কে পাচ্ছেন? এই প্রশ্ন আজকের নয়, বিগত বেশ কয়েকদিনের। কখনও হৃতিক রোশনের নাম শোনা গিয়েছে, কখনও আবার রণবীর কাপুরের পক্ষে জোরাল সওয়াল উঠেছে। কিন্তু আখেরে পর্দায় ‘দাদাগারি’ করার দায় কার উপর বর্তাল? উত্তর এতদিনে পাওয়া গেল।

কে সেই নায়ক যাঁকে ‘প্রিন্স অফ ক্যালকাটা’ হিসেবে বড়পর্দায় দেখা যাবে? একটু হিন্ট দেওয়া যাক! তাঁর ঝুলিতে জাতীয় পুরস্কার রয়েছে। আবার তিনি সম্প্রতি ‘ড্রিম গার্ল’ হয়ে দর্শকদের মন জয় করেছেন। আন্দাজ করে ফেলেছেন তো! হ্যাঁ, আয়ুষ্মান খুরানা। বলিউডের এই হ্যান্ডসাম হাঙ্ককেই বড়পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে।

জল্পনার শেষ, বায়োপিকে সৌরভের ভূমিকায় কে? জানুন বিস্তারিত

সৌরভের বায়োপিক নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। কবে শুটিং শুরু, কোথায় কোথায় শুটিং হবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, দাদার ভূমিকায় কোন অভিনেতাকে দেখা যাবে? সৌরভ অবশ্য আগেই জানিয়েছিলেন নিজের চরিত্রে তিনি রণবীর কাপুরকে দেখতে চান। গত ফেব্রুয়ারিতে সেই জল্পনা আবার উসকে দিয়েছিলেন খোদ রণবীর। ছবির প্রচারে কলকাতায় এসে ইডেনে সৌরভের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেন তিনি। মহারাজের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন। তারপরই মনে করা হচ্ছিল, ‘দাদা’র বর্ণময় ক্রিকেট কেরিয়ার বড়পর্দায় তুলে ধরবেন ‘রকস্টার’ রণবীরই।

তবে প্রযোজকদের পক্ষ থেকে এ খবর কখনও নিশ্চিত করা হয়নি। জানানো হয়েছিল, চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেই আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করা হবে। তবে এমন খবর তো আর বেশিদিন চাপা থাকে না! আয়ুষ্মানের নাম প্রকাশ্যে চলেই এল। ক্ষুরধার অভিনেতা আয়ুষ্মান। চরিত্রকে আপন করে নিতে তিনি ভালভাবেই পারেন। তাই চ্যালেঞ্জটা নিয়েই ফেললেন।

 

 

সুত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button