আন্তর্জাতিক

কী কারণে একই ব্রিজে তিনবার হামলা রাশিয়ার?

কী কারণে একই ব্রিজে তিনবার হামলা রাশিয়ার? - West Bengal News 24

রাশিয়ার ছোড়া একটি রকেট ওডেসায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ব্রিজে আঘাত হেনেছে।

সোমবার এমন তথ্য জানিয়েছে, সেখানকার স্থানীয় প্রশাসন।

এর মাধ্যমে এই একই ব্রিজে তিনবার হামলা করল রুশ বাহিনী।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রিজটি, যেটি আগেও দুইবার রাশিয়ার হামলার স্বীকার হয়েছে এটি অনেক গুরুত্বপূর্ণ। এ ব্রিজটির মাধ্যমে মূল ইউক্রেনের সঙ্গে ওডেসা অঞ্চলের দক্ষিণ দিকের বড় একটি অংশের সংযোগ ছিল। এটিতে যানবাহন ও ট্রেন দুটিই চলত।

ওডেসার যে স্থানটিতে রাশিয়া ব্রিজটি উড়িয়ে দিয়েছে সেটি দিনিস্টিার নদীর ওপর নির্মিত।

দিনিস্টার নদীটি গুরুত্বপূর্ণ শহর বিলহোরোড-দিনিসট্রোভস্কির কাছে অবস্থিত।

২৭ এপ্রিল এই নদীর ওপর থাকা ব্রিজটিতে ২৪ ঘণ্টার মধ্যে দুইবার হামলা চালিয়েছিল রাশিয়া।

তাদের হামলায় রেল লাইনেরও ক্ষতি হয়ে গিয়েছিল। আর এর মাধ্যমে ইউক্রেনের মূল ভূখন্ড ও বুডজাকের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এই বুডজাকেই ইউক্রেনের সঙ্গে রোমানিয়া ও ট্রান্সনিসট্রিয়ার সীমান্ত অবস্থিত।

ধারণা করা হচ্ছে ওডেসার এ অঞ্চলটিকে ইউক্রেনের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করছে রাশিয়া। যেন এখানে থাকা সেনারা ইউক্রেনের অন্য সেনাদের সঙ্গে যোগ না দিতে পারে।

ফলে একই ব্রিজে তিনবার হামলা করে ব্রিজটি পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে রাশিয়া।

আরও পড়ুন ::

Back to top button