আন্তর্জাতিক

চোখের সামনেই ভেঙে পড়ল চার তলা গ্যারেজ! (দেখুন সেই ভিডিও)

চোখের সামনেই ভেঙে পড়ল চার তলা গ্যারেজ! (দেখুন সেই ভিডিও)

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নিউইয়র্ক সিটির গাড়ি রাখার জন্য তৈরি চার তলা একটি গ্যারেজ। নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনে বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় একজন শ্রমিক নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর নিউইয়র্ক টাইমসের।

গাড়ি রাখার গ্যারেজটির ভেঙে পড়ার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যায়, গ্যারেজ ভেঙে যাওয়ার পর একের পর এক গাড়ি নিচে পড়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

নিউইয়র্ক পেস ইউনিভার্সিটি এবং নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কাছের পার্কিং কাঠামোতে এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

নিউইয়র্ক সিটির পুলিশ কমিশনার কিচ্যান্ট সেওয়েল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যারেজ ভেঙে পড়া নিছকই দুর্ঘটনা। কেউ ষড়যন্ত্র করে কিছু করেছে বলে মনে হচ্ছে না।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘কাঠামোটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ২০০৩ সাল থেকে এই কাঠামোটিসহ ২৫টি কাঠামোকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল।’

আরও পড়ুন ::

Back to top button