ঝাড়গ্রাম

প্রত্যার্পণ কর্মসূচির মাধ্যমে খোয়া যাওয়া ৩০৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলি দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ

স্বপ্নীল মজুমদার

প্রত্যার্পণ কর্মসূচির মাধ্যমে খোয়া যাওয়া ৩০৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলি দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ

চুরি হয়ে যাওয়া ৩০৪ টি মোবাইল ফোন প্রত্যার্পণ কর্মসূচির মাধ্যমে প্রকৃত মালিকের হাতে তুলে দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। শনিবার ঝাড়গ্রাম পুলিশ লাইনের সভাঘরে চলতি বছরে সর্বশেষ ৩০৪ জনের হাতে তাঁদের খোয়া যাওয়া মোবাইল ফোন ফেরত দেওয়া হল। জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) উত্তম ঘোষ ফোন গুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ‘প্রত্যার্পণ’কর্মসূচি চালু করেছিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। এই কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোনগুলি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। জেলা পুলিশ সুপার জানান, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ২৮১০টি খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দেওয়া হয়েছে।

যার আনুমানিক মূল্য ৩ কোটি ২৪ লক্ষ ৮ হাজার টাকা। এর মধ্যে শনিবার যে ৩০৪ টি উদ্ধার হওয়া ফোন ফেরত দেওয়া হল সেগুলির আনুমানিক দাম ৩৮ লক্ষ ২৩ হাজার টাকা। পুলিশ সুপারের পরামর্শ, ফোন সব সময় পাসওয়ার্ড দিয়ে লক রাখুন। ফোন চুরি গেলে বা খোয়া গেলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানান নিকটবর্তী থানায়।

খোয়া যাওয়া মোবাইলের নম্বরটি ব্যাঙ্ক বা অন্য কোনও ওটিপি সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকলে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ককে জানাতে হবে। ওই নম্বরের সঙ্গে সংযুক্ত এটিএম কার্ড বা ক্রেডিট কার্ডও ব্যাঙ্ককে জানিয়ে ব্লক করে দেওয়া উচিত। মোবাইল ফোনে কখনও আধার কার্ড, এটিএম কার্ডের নম্বর ও পিন সেভ করে রাখবেন না।

আরও পড়ুন ::

Back to top button